#পঞ্চ_কল্যাণবতী_নারী_কি_কি?
১। #কেশ_কল্যাণবতীঃ- যে নারী ময়ুর পুচ্ছ সদৃশ মস্তকের ভ্রমর কৃষ্ণ কেশ কল্যাণ পায়ের গোড়ালী পর্যন্ত নামিয়া অগ্রভাগ উর্ধ্বমুখী হইয়া বিরাজ করে তাহাকে কেশ কল্যাণবতী বলা হয়।
২। #মাংস_কল্যাণবতীঃ- যে নারী দন্তবরণ অধরোষ্ঠ পক্ক বিম্বফলের বর্ণের মত সুখ ও স্পর্শ হয় ইহাকে বলা হয় মাংস কল্যাণবতী।
৩। #অস্হি_কল্যাণবতীঃ- যে নারী দন্তরাশি শ্বেতবর্ণ সমান ঘন ছিদ্রহীন ও সুদক্ষ শিল্পীর সুকৌশলে রচিত বৈদুর্য্য পংক্তির মতো শোভা প্রাপ্ত হয়,তাহাকেই বলা হয় অস্থি কল্যাণবতী।
৪। #ছবি_কল্যাণবতীঃ- যে নারী দেহ চর্ম স্নিগ্ধ মসৃন অপরূপ রূপশ্রী মণ্ডিত দর্শনীয়া।কর্ণিকার পুষ্পের মত শ্বেতবর্ণ তাহাকে বলা হয় ছবি কল্যাণবতী।
৫। #বয়স_কল্যাণবতীঃ- দশটি অথবা বিশটি সন্তানের জননী হইলেও যে নারী ষোড়শী যুবতীর ন্যায় স্হির যৌবনা থাকিবে তাহাকে বলা হয় কল্যাণবতী।
No comments:
Post a Comment