Friday, 14 June 2019

যিনি নবীন বয়সে বুদ্ধ শাসনে প্রব্রাজিত হয়ে এবং বুদ্ধ জাতির হিতের জন্য সুখের জন্য কল্যাণের জন্য নিজ প্রচেষ্টায় ধর্মে বুকে লালন করে যাচ্ছে আমার পরম করুণাময়ী ধর্মপিতা কল্যাণকামী, রামু ফারিকুল প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু -শ্রামন প্রশিক্ষণ সাধনা পরিবেনের প্রতিষ্টাতা মহাপরিচালক, রামু ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ, চকরিয়া নিজপানখালী কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, চকরিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক, যিনি অল্প সময়ে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা থেকে, জুন মাসের ১৪/২০১৯ স্বর্ণপদকে ভূষিত হয়েছেন, ভদন্ত: শীলমিত্র স্থবির

সমগ্র বৌদ্ধ সমাজে অবদান রাখায়
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক স্বর্ণপদক লাভ করলেন
বাংলাদেশের থেরবাদ শাসনের কর্ণদ্বার
#প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা পরিবেণ,রামু,কক্সবাজার
সনদ পত্র ও স্বর্ণ পদক গ্রহন করছেন
গুরুদেব শ্রদ্ধেয় #শীলমিত্র থের।
এবং রামু ফারিকুল গ্রামের ধর্মপ্রাণ উপাসক।





No comments:

Post a Comment