সপ্তম অপরিহানীয় ধর্ম
১/যাহারা সভা সমিতিতে সর্বদা একত্রিত হয়
২/সর্বদা একতাবদ্ধভাবে একত্রিত হয়,সভার শেষে সকলে এক সঙ্গেই চলিয়া যায় এবং সভায় প্রভাশিত কাজ একযোগে সম্পাদন করে।
৩/যাহারা দেশে ও সমাজে কুনীতিয় প্রবর্ত্তন করে না,পূর্বের নির্দ্ধায়িত সুনীতির উচ্ছেদ সাধন করে না এবং প্রাচীন সুনীতি যথাযথভাবে মানিয়া চলে
৪/যাহারা বৃদ্ধগনকে সৎকার গৌরব, সম্মান ও পূজা করে এবং তাহাদের বাক্য শ্রবণ ও গ্রহন করা উচিত বলিয়া মনে করে
৫/যাহারা কোন কুল স্ত্রী বা কুল কুমারীদের সতীত্ব নষ্ট করে না, এবং ধরদ্ধাবে নারীদিগকে স্বাধীনতা প্রদান করে।
৬/গ্রাম -মধ্যে ও বর্হিপ্রদেশে যেই সব চৈত্য আছে,যাহারা সেই চৈত্য সমূহের সৎকার গৌরব, সম্মান ও পূজা করে এবং সেই চৈত্য সমূহে পূর্ব প্রচলিত ধর্মত:দান ধর্ম ও পূজার পরিহানী করে না।
৭/যাহারা অরহত ও শীলবান দিগকে ধর্মত:রক্ষা করে, পালন করে, তাহাদের সুখ সুবিধার সুব্যবস্থা করে এবং দেশে যেই অরহতগন আসেন নাই,তাঁহারা কি প্রকারে দেশে আসিবেন উপস্থিত অরহতগন দেশে নিরাপদে বাস করিতেছেন কিনা,সর্বদা এই সব অনু সন্ধান করে,তাহাদের শ্রী বৃদ্ধিই হইয়া থাকে,পরিহানী হয় না।
No comments:
Post a Comment