অদৃশ্য জগতের মহাপূরুষ বার্মার ছেয়াড উ কোবিদ, ছেয়াড উ পন্ডিচ্চ, বোদ উ টোঙ। উনাদের সম্পর্কে বিভিন্ন গল্প শুনে দর্শনের খুব আকাঙ্খা ছিল। ১৯৯৮ সালের জুন মাসে, মাগোয়ে ডিবিশনের মেমভু শহরের অদূরে বৌদ্ধ বিশাল পল্লী, সেখানে মাটির নিজ থেকে সরকার তৈল উত্তোলন করেন। সেই গ্রামের মধ্যখানে বিশার জায়গায় বৌদ্ধবিহার, অনেক বুদ্ধধাতু চৈত্য ও সংঘারাম আছে। সন্ধ্যায় গিয়ে পৌছি, লোকজনের কোন সাড়াশব্দ নেই। কোন প্রকারে ধর্মশালার দোতলায় উপরে উঠে দেখি কয়েকশ মানুষ বসে আছে কোন সাড়াশব্দ নেই। কোন প্রকারে বুদ্ধের বেদীর কাছে গিয়ে বন্দনা করে মৈত্রী ভাবনা করছিলাম। এর মধ্যে শুনা গেল একটু শব্দ উপর থেকে কিছু জিনিষ নিছে পড়ার মত। বুঝতে পাড়ছিলাম উনারা নিশ্চয় আসছেন। উনারা আসার পূর্বে থেকে কিছু জিনিষ দিয়ে থাকেন, ঐগুলো পাওয়ার জন্য হাতাহাতি করার সুযোগ নেই। কারন যাকে দেওয়ার তিনিই পেয়ে থাকেন। সেই সুবাদে আমিও একটা নারিকেল পেয়েছিলাম। ঐগুলি হচ্ছে সব ঔষধ, বিশেষ করে বিভিন্ন রোগা গ্রস্হগণ আর উনাদের সিদ্ধি লাভের জন্য দর্শনে গিয়ে থাকেন। সব সময় কিন্তু আসেন না। একটু পর ভন্তেদের সেবক গৃহী বিদ্যাধর তিনি বের হয়ে আসেন ভিতরের রুম থেকে, বাস্তবে ঐ রুমে তিনি ঋদ্ধিবলে এসেছেন। উনার হাতে বেশ কিছু জিনিষ বিভিন্ন জনকে দিচ্ছিলেন, তিনি বারে বারে জিনিষের জন্য রুমে ঢুকছিলেন, কিন্তু হটাৎ করে ভিন্ন স্হানে আগমন হচ্ছেন ঋিদ্ধির মাধ্যমে যা সচোখে দর্শন করলাম।
কিছুক্খন পর হটাৎ করে ছেয়াড উ পন্ডিচ্চ রুম থেকে বের হয়ে এসে উনার নিদ্ধারিত স্হানে বসলেন। উনার চেয়ারে র পার্শে ছিলাম বিদায় পা স্পর্শ করে বন্দনা করার সুযোগ হয়েছিল। দান ও করেছিলাম মনের মত করে। শ্রদ্ধেয় ভন্তে অল্পক্খন করে অাবার রুমে ঢুকে গেলেন। এবং সেখান থেকে নাম ধরে বিভিন্ন নাম ধরে লোকে ডেকে ঔষধ ও উপদেশ দেন।
বিশেষত:
১/ উনারা মানুষের সাথে মিশার মত যতদিন সময় ছিল সেই শত শত বছরের অধিক পূর্বে সেই বিহারের বিহার অধ্যক্খ এবং জন্মজাত সন্তান ছিলেন। যখন সময় হয় একদিন উদাও হয়ে চলে গেছেন সাধারণ মানুষের অন্তরালে।
২/ ভক্তদের দানিয় সামগ্রী সেই রুমে সব ঢুকালেন, কিন্তু ফিরে যাওয়ার সময় সবকিছু নিয়ে গেছেন, নিজে ঢুকে দেখলাম ভিতরে কোন জিনিষ নাই।
৩/ উনারা সাধারন মানুষের মত কোন খাদ্য খেতে হয় না।
৪/ উনাদের বাস স্হান কৈলাশ পর্বতের মত স্হানে।
৫/ উনারা বুদ্ধ শাসনের কাজ করছেন, উনাদের দর্শনে অশ্রদ্ধাবান শ্রদ্ধাবান হচ্ছেন। কর্ম ভাল ব্যক্তি উনাদের ঔষধ সেবায় ভাল হচ্ছেন।
এ ধরনের অসংখ্য গুনাবলী সম্পন্ন ব্যক্তি যা সচোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন।
সংরক্ষন: করা হয়েছে
No comments:
Post a Comment